পুলিশের মাদকবিরোধী অভিযান ঘুমধুমে ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তের ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের মাদকবিরোধী অভিযানে দুই হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার সকাল সাড়ে এগারটার দিকে পুলিশ দুই হাজার ইয়াবাসহ ঘুমধুম ইয়াহিয়া গার্ডেনের প্রবেশ মুখে দুই রোহিঙ্গাকে আটক করতে সক্ষম হয়। আটককৃত রোহিঙ্গারা হল উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ৮ ব্লক বি ২২, ইয়াসিনের পুত্র সিরাজ উদ্দিন (২০), ক্যাম্প ৮, ব্লক বি ৫২, মোস্তাক আহাম্মদের পুত্র জাহেদ হোসেন (৪৫)।

বিষয়টি নিশ্চিত করে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম ইয়াহিয়া গার্ডেনের প্রবেশ মুখে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় দুই হাজার ইয়াবসহ দুই রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু করতে নাইক্ষ্যংছড়ি থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান বলেন, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

Your email address will not be published.