কালিয়াইশ ইউনিয়নের কাঠগড়ের মাদকসম্রাজ্ঞী ভূট্টোনি ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থসহ গ্রেপ্তার

 

চন্দনাইশ চট্টগ্রাম প্রতিনিধিঃ

চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ মাদকসম্রাজ্ঞী হোসেন আরা বেগম প্রকাশ ভূট্টোনি (৫৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। এ সময় তার থেকে ৩৫ পিস ইয়াবা ও নগদ ৩ হাজার ৫শত টাকা উদ্ধার করা হয়।

 

গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার দোহাজারী পৌরসভার সাঙ্গু নদীর ব্রীজ পাড় এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী চন্দনাইশ ক্যাম্পের কর্মরত মেজর ফজলে রাব্বি এর নেতৃত্বে একদল সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদককারবারি হোসেন আরা বেগম প্রকাশ ভূট্টোনি সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বিওসি মোড় পশ্চিম কাঠগড় এলাকার মৃত আবদু ছবুরের কন্যা। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

জানা যায়, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন নারী মাদক কারবারি হোসনে আরা বেগম প্রকাশ ভূট্টোনি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে চালিয়ে তাকে আটক করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত মাদক ও নগদ অর্থসহ তাকে চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়।
স্থানীয়রা আরো জানায়, মাদকরানী ভুট্টোনীর ২ ছেলে এবং পুত্রবধুও এই মাদক ব্যবসার সাথে জড়িত। প্রতিদিন সন্ধ্যার পর থেকেই বিভিন্ন এলাকা থেকে উঠতি বয়সী থেকে শুরু করে বিভিন্ন বয়সের ছেলেরা বিওসি মোড় এসে তাদের কাছ থেকে ইয়াবা, গাঁজা, মদ কিনে নিয়ে যায়। অবশেষে ভূট্টোনী আটক হওয়ায় স্বস্থি প্রকাশ করেছেন স্থানীয়রা।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান, মাদককারবারি হোসেন আরা বেগম প্রকাশ ভূট্টোনিকে থানায় হস্তান্তরের পর তার বিরুদ্ধে মামলা রুজু শেষে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

মন্তব্য করুন

Your email address will not be published.