ফতেয়াবাদ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল কলেজ অডিটোরিয়ামে মঙ্গলবার (২৫ জুন) অনুষ্ঠিত হয়েছে।
বিদায় উদযাপন ও পুরস্কার বিতরণী-২০২৪ এর আহবায়ক অধ্যাপক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নঈমুদ্দীন হাসান তিবরিজী। কলেজের ইংরেজি বিষয়ের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ ফয়জুল্লাহ (ফয়েজ) এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্য অনুপ্রেরণামূলক ও পরীক্ষার সহায়ক (গাইডলাইনমূলক) বক্তব্য রাখেন অধ্যাপক মোহাম্মদ মঈনউদ্দীন, অধ্যাপক ফরিদুল আলম, অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দিন, অধ্যাপক জাহিদুল ইসলাম, অধ্যাপক মোহাম্মদ আবু জাহেদ ও কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
শিক্ষার্থীদের আসন্ন এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফলের জন্য দোয়া মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক সাইফুল ইসলাম। অধ্যক্ষ তার বক্তব্যে শিক্ষার্থীদেরকে নিজস্ব সংস্কৃতি লালন করে সময়ের সদ্ব্যবহার করে মানুষের মত মানুষ হওয়ার তাগিদ দেন।