আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ছুরি হাতে তেড়ে আসা সেই যুবক চট্টগ্রামে গ্রেফতার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে চট্টগ্রামে নগরীর আন্দরকিল্লায় হঠাৎ দুই পক্ষের মারামারিতে প্রতিপক্ষের দিকে ছুরি উঁচিয়ে তেড়ে আসা সেই যুবককে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

মঙ্গলবার (২৫ জুন) ছুরি উঁচিয়ে তেড়ে আসার ভিডিও ভাইরাল হওয়ার পর হামজারবাগ এলাকা থেকে রাকিব হোসেন নামের ওই যুবককে গ্রেফতার করা হয়।

গত রোববার বিকেলে চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা মোড় এলাকায় ঘটনাটি ঘটে।

গ্রেফতার রাকিব হোসেন কুমিল্লার লাঙ্গলকোট এলাকার রসুল মিয়ার ছেলে। থাকতেন নগরীর হামজারবাগ এলাকায়। রাকিবের কোনো দলীয় পদ নেই। তবে তিনি বিভিন্ন জায়গায় ভাড়ায় গিয়ে মারামারি করেন বলে পুলিশ জানায়।

এ ব্যাপারে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম ওবায়দুল হক জানান, মূলত গ্রেফতার যুবক মারামারিতে ভাড়ায় যান। কয়েক দিন আগেও আলকরণ এলাকায়ও একটি মারামারিতে ভাড়াটে হিসেবে অংশ নিয়েছিলেন। তার বিরুদ্ধে পাঁচলাইশ থানা এলাকার তিনটি মারামারি ঘটনায় মামলা রয়েছে বলে জানা গেছে।

মন্তব্য করুন

Your email address will not be published.