সাবেক কাউন্সিলর ও নগর আওয়ামী লীগ নেতা মামুনুর রশিদ মামুন’র রোগমুক্তি কামনায় মঙ্গলবার (২৫ জুন) নগরীর জেএম সেন হলে চট্টগ্রাম মহানগর সনাতনী নাগরিক পরিষদের উদ্যোগে প্রার্থনাসভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক চন্দন ধর, বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক কাউন্সিলর জহরলাল হাজারী, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন তালুকদার, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ ভট্টাচার্য্য, কাউন্সিলর পুলক খাস্তগীর, কৃষ্ণ কান্তি দত্ত, বিপ্লব মিত্র, রিটু দাশ বাবলু, রাজিব দত্ত রিংকু, অজিত বিশ্বাস, মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, বোয়ালখালী ৪ নং পৌর কমিশনার সুনিল চন্দ্র ঘোষ, গীতা পাঠ করেন সলিল কান্তি ঘোষ, শিবু প্রাসাদ চৌধুরী, যীশুনাথ, ডাঃ রতন দেবনাথ, দোলন বৈষ্ণব, সুভাষ মল্লিক সবুজ, রুবেল শীল, রিপন সিং, প্রকৌশলী বাপ্পি, তাপস দাশ, রুপম সরকার, বিজয় সিং, পিয়াল দে, টুটুল ও অন্যান্য নেতৃবৃন্দ।