হাটহাজারীতে আগুনে পুড়েছে দুই বসতঘর

হাটহাজারীর মির্জাপুরে আগুনে দু’টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে পরিবারগুলো একেবারে নিঃস্ব হয়ে গেছে। গত মঙ্গলবার (২৫ জুন) রাত পৌনে ১১টায় এ ঘটনা ঘটে।

এতে ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

জানা গেছে, মঙ্গলবার রাত পৌনে ১১টায় মির্জাপুরের ননা ঠাকুরের বাড়িতে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। এতে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে সাংস্কৃতিক কর্মী অরবিন্দু চক্রবর্তী ও অঞ্জন চক্রবর্তীর পরিবারের বসতঘর পুড়ে যায়। এতে আরও তিন পরিবারের বসতঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া এক রিকশাচালক আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক তার নাম পরিচয় জানা যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

হাটহাজারী ফায়ার সার্ভিসে দায়িত্বরত মোহাম্মদ মাহফুজ জানান, গ্যাস সিলিন্ডার লাগাতে গিয়ে উক্ত বাড়িতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.