হাটহাজারীতে রাস্তার পাশে মিললো অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ

হাটহাজারীতে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের পাশ থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৬ জুন) দুপুর আড়াইটার দিকে নাজিরহাট এলাকার ঝংকার মোড়ের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হাটহাজারী থানার উপ পরিদর্শক (এসআই) মোল্লা জাহিদুজ্জামান জানিয়েছেন মরদেহের পরিচয় পাওয়া যায়নি।

তিনি বলেন, নাজিরহাট এলাকা রাস্তার পাশ থেকে মরদেহ পাওয়া গেছে।

সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

Your email address will not be published.