বোয়ালখালীতে পৃথক অভিযানে ২১০ লিটার দেশি চোলাই মদসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলো- উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব খিতাপচর হাসনা পাড়ার মৃত আবদুল বারেকের ছেলে মো. নুরুল ইসলাম (৪২) ও মধ্যম করলডেঙ্গা মোখলেছ মিয়ার বাড়ির মৃত জাফর আহমদের ছেলে মো. ইলিয়াস (৩৮)।
জানা যায়, গত মঙ্গলবার রাতে সারোয়াতলী দাশের দিঘি-বেঙ্গুরা সড়কের গ্রামীণ ব্যাংকের সামনে সিএনজিচালিত অটোরিকশায় মদ পাচারের সময় গ্রেপ্তার হয় নুরুল ইসলাম। এ সময় ১১০ লিটার মদ পাওয়ায় গাড়িটি জব্দ করা হয়।
এর আগে সোমবার ভোরে আহলা করলডেঙ্গা ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ১০০ লিটার মদসহ ইলিয়াসকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদক আইনে মামলার পর গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান বোয়ালখালী থানার ওসি আছহাব উদ্দিন।