কর্ণফুলীতে বাজারে ৭০ কেজি নিষিদ্ধ পিরানহা ও আফ্রিকান মাগুর জব্দ

কর্ণফুলী উপজেলায় বাজারে অভিযান চালিয়ে ৭০ কেজি নিষিদ্ধ পিরানহা ও আফ্রিকান মাগুর জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস।

সোমবার (১ জুলাই) সাড়ে চারটায় উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের পুরাতন ব্রিজঘাট বাজারে অভিযান চালিয়ে মাছগুলো জব্দ করা হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, চরপাথরঘাটার ব্রিজঘাট বাজারে অভিযান চালিয়ে ২০ কেজি নিষিদ্ধ পিরানহা ও ৫০ কেজি আফ্রিকান নিষিদ্ধ মাগুর মাছ জব্দ করা হয়। এ সময় আরাফাত হোসেন নামে এক বিক্রেতাকে তিন হাজার টাকা জরিমানা করে আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী। জব্দ মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

জানতে চাইলে কর্ণফুলী উপজেলা মৎস্য অফিসার স্বপন চন্দ্র দে জানান, বাজারে বিক্রিকালে ২০ কেজি নিষিদ্ধ পিরানহা ও ৫০ কেজি আফ্রিকান নিষিদ্ধ মাগুর মাছ জব্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী বিক্রেতাকে অর্থদণ্ড প্রদান করেন।

মন্তব্য করুন

Your email address will not be published.