রাস্তার পাশে বাইক নিয়ে পড়েছিল মাদার্শার দিদারের লাশ

সাতকানিয়া উপজেলা প্রতিনিধি 
 চট্টগ্রামের সাতকানিয়ায় রাস্তা পাশে পড়ে ছিল এক ব্যবসায়ীর নিথর দেহ। শনিবার (২৭ জুলাই) সকালে উপজেলার মাদার্শা ইউনিয়নের দেওদীঘি নামক স্থান থেকে দিদারুল ইসলাম (৩৫) নামে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, রাতে দ্রুতগামী কোনো যানবাহন তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহত ব্যবসায়ীর চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বলে জানা গেছে।
পরিবারের সদস্যরা জানান, সকালে রাস্তার পাশে নিথর দেহ পড়ে থাকতে দেখে লোকজন থানা পুলিশ ও নিহতের পরিবারকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার জানান, রাস্তার পাশ থেকে দিদার নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। পরে তা মর্গে পাঠানো হয়েছে।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, ওদিন পরিবারে তাদের ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে দিদারের মন খারাপ ছিল, পরে মন খারাপ করে ঘর থেকে পার্শ্ববর্তী এওচিয়ার টেকে যাওয়ার সময় সাতকানিয়া সাংবাদিক ফোরামের সভাপতি সৈয়দ আককাস উদদীনদের বাড়ির সামনে পাকা সড়কে রাতের কোন এক সময় গাড়ীর ধাক্কায় ধানি জমিতে পড়ে তার মৃত্যু হয়।
এদিকে সরেজমিনে পরিদর্শন গেলে ঘটনাস্থলের স্থানীয় বাসিন্দারা পাকা সড়কের বনবিভাগের লাগানো গাছের ঝোপঝাড় বেড়ে যাওয়ায় পাকা সড়কের টেকটি দিনের বেলায়ও অন্ধকার দেখায় বলে অভিযোগ করেন।
এদিকে বনবিভাগের লাগোয়া গাছের ঝোপঝাড় দ্রুত  ছেটেঁ  পরিস্কার করে দিবেন বলে নিশ্চিত করেছেন মাদার্শা রেঞ্জ অফিসের বিট কর্মকর্তা বাহারুল হাসান।
এদিকে বিট কর্মকর্তা বাহারুল হাসান ঘটনাস্থলটি পরিদর্শনও করেছেন বলে নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন

Your email address will not be published.