রেড ক্রিসেন্টের খাদ্যসামগ্রী পেল ৫ শতাধিক কর্মহীন মানুষ

চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান মো. আলমগীর পারভেজ বলেছেন, যেখানে বিপর্যয় সেখানে রেড ক্রিসেন্ট। দেশের এই পরিস্থিতিতে সবার উচিত কর্মহীন মানুষের পাশে দাঁড়ানো।

বৃহস্পতিবার (১ আগস্ট) নগরীর মোহনা কমিউনিটি সেন্টারে পাঁচ শতাধিক কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিটের আয়োজনে ও সিটি যুব রেড ক্রিসেন্টের সহযোগিতায় এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি আব্দুল জব্বারের সভাপতিত্বে ও সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান আ.ন.ম তামজীদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য মোশরাফুল হক চৌধুরী পাভেল ও মো. ইমতিয়াজ। উপস্থিত ছিলেন সিটি যুব রেড ক্রিসেন্টের যুব সদস্যবৃন্দ।

মন্তব্য করুন

Your email address will not be published.