মানবিক সহায়তা হিসেবে ২০নং দেওয়ানবাজার ওয়ার্ডে চাল বিতরণ

কারফিউ চলমান থাকায় ২০নং দেওয়ানবাজার ওয়ার্ডের ঘরবন্দী দরিদ্র, দুস্থ, অসহায় ও কর্মহীন জনগোষ্ঠীর মাঝে বৃহস্পতিবার মানবিক সহয়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন দেওয়ানবাজার ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী।

চাল বিতরণকালে চৌধুরী হাসান মাহমুদ হাসনী বলেন, চলমান কোটাবিরোধী আন্দোলনের কারণে কারফিউ চলমান থাকায় ঘরবন্দী দরিদ্র, দুস্থ, অসহায় ও কর্মহীন জনগোষ্ঠী জীবনযাপনে চরম অসুবিধার সম্মুখীন হন। তাই তিনি সমাজের বিত্তবানদের মানবিক সহয়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক কমিশনার পেয়ার মোহাম্মদ, দেওয়ানবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ আল হারুন, সুফিয়ান সিদ্দিকী, লেদু, উজ্জ্বল পাল, ওয়ার্ড সচিব মোহাম্মদ মনজুর আলম প্রমুখ।

মন্তব্য করুন

Your email address will not be published.