বাঁশখালী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

সভাপতি ছানুবী, সাধারণ সম্পাদক শাফি, সাংগঠনিক সম্পাদক মুহা. মিজান বিন তাহের

 

বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ

বাঁশখালী প্রেস ক্লা‌বের কার্য‌নির্বাহী ক‌মি‌টির সভা ক্লা‌বের কার্যাল‌য়ে সোমবার(১২আগষ্ট ) বিকা‌লে ক্লা‌বের সা‌বেক সভাপ‌তি দৈনিক পূর্বকোণ পত্রিকার বাঁশখালী প্রতিনিধি অনুপম কুম‌ার দে,র সভাপ‌তি‌ত্বে অনু‌ষ্টিত হয় । এ‌তে ক্লা‌বের পু‌র্বের ক‌মি‌টি বিলুপ্ত ক‌রে নতুন কার্য‌নির্বাহী ক‌মি‌টি গঠন করা হয় । এ‌তে সভাপ‌তি প‌দে দৈনিক সংবাদ পত্রিকার বাঁশখালী প্রতিনিধি মুহাম্মদ মুহিববুল্লাহ ছানুবী, সি‌নিয়র সহ-সভাপ‌তি প‌দে দৈনিক আজাদী প্রতিনিধি কল‌্যাণ বড়ুয়া, সহ-সভাপ‌তি গোলাম শরীফ টিটু,
সাধারন সম্পাদক প‌দে দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শাহ মুহাম্মদ শ‌ফি উল্লাহ, যুগ্ম সম্পাদক দৈনিক যুগান্তর প্রতিনিধি আবু বক্কর বাবুল, সাংগঠ‌নিক সম্পাদক দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি মুহাম্মদ মিজান বিন তা‌হের, কোষাধ‌্যক্ষ পদে দৈনিক ভোরের দর্পন প্রতিনিধি শি‌ব্বির আহমদ রানা, সা‌হিত‌্য সম্পাদক পদে দৈনিক আজকের চট্টগ্রাম প্রতিনিধি সাইফী আ‌নোয়ারুল আ‌জিম, প্রচার সম্পাদক পদে দৈনিক ভোরের ডাক প্রতিনিধি তাফহীমুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে দৈনিক যায়যায়দিন প্রতিনিধি রিয়াদুল ইসলাম রিয়াদ ,কার্য নির্বাহী সদস‌্য পদে দৈনিক পূর্বকোণ অনুপম কুমার দে, দৈনিক সূর্যোদয় দিলীপ তালুকদার, দৈনিক ইত্তেফাক অধ‌্যাপক মোহাম্মদ ই‌লিয়াছ, দৈনিক সংগ্রাম প্রতিনিধি আবদুল জব্বার, দৈনিক দেশ বর্তমান প্রকাশ বড়ুয়া, দৈনিক গণকন্ঠ প্রতিনিধি আফনান চৌধুরী প্রমুখ ।

কমিটি ঘোষণার আগে সংক্ষিপ্ত বক্তব্যে নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মিজান বিন তাহের , দীর্ঘ বছর ধরে বাঁশখালী প্রেসক্লাবকে কুক্ষিগত করে রেখেছে কয়েকজনের একটি সিন্ডিকেট। যেখানে এক যুগেরও বেশি সাংবাদিকতা করা ও সকল যোগ্যতা থাকা সত্বেও নিজেরা ফায়দা লুটতে তরুণ ও মেধাবী গণমাধ্যমকর্মীদের কোনরকম সুযোগ দেওয়া হয়নি। এর বিপরীতে দীর্ঘ বছর ধরে বাঁশখালী উপজেলায় অবস্থান করেন না এমন অপেশাদার ও রাজনৈতিক পদ-পদবী ধারীদের দিয়ে প্রেসক্লাব দখল করে রেখেছিল চক্রটি। আমরা চাটুকারদের প্রাচীর ভেঙ্গে নতুন কমিটির মাধ্যমে বাঁশখালীতে সুন্দর ধারার এবং বৈষম্যহীন সাংবাদিকতা প্রতিষ্ঠা করা হবে। উপজেলার সকল পেশাজীবি গণমাধ্যমকর্মীদের সাথে নিয়ে এই দুর্বৃত্তায়ন দূর করা হবে। আজ থেকে বাঁশখালীর সাংবাদিকতা হবে রাজনৈতিক প্রভাবমুক্ত, বস্তুনিষ্ঠ ও স্বাধীন।

 

মন্তব্য করুন

Your email address will not be published.