পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
ছাত্র-জনতার অভ্যুত্থানে পটিয়ায় কর্ম বিরতিতে যাওয়া পুলিশ সদস্যরা আবারো কর্মস্থলে যোগদান করতে শুরু করেছে। যোগদানকৃত সদস্যদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নিয়েছে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব ছাত্র ফ্রন্টের নেতৃবৃন্দরা।
১৫ আগষ্ট (বৃহস্পতিবার) দুপুরে পটিয়া থানা প্লাঙ্গনে এ ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়।
এতে পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম, পটিয়া থানার ওসি (তদন্ত) আব্দুর রহিম সরকার, পুলিশের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
ছাত্রদের মধ্যে উপস্থিত ছিলেন, শিবলী আহসান হাবীব, ইমরান হোসেন হৃদয়, আবদুল হানিফ ইমন, ইমতিয়াজ উদ্দিন, সজিব মোকাররম, শেখ মিনহাজ, মুফলেহা তৌহিদ,বনাজিফাতুল জারা সুপ্তা, তানজিমা সুলতানা
রিমা, সামিয়া কাউসার শাওন প্রমুখ।
এসময় পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম বলেন, ধ্বংসাত্মক কাজ রুখে দিয়ে সুন্দর সম্প্রীতি বাংলাদেশ গড়ার ক্ষেত্রে শিক্ষার্থীরা ব্যাপক ভূমিকা রাখবে। অন্যদিকে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় ও চলমান অস্থিরতা পুলিশকে দেশ ও জনগনের পক্ষে থাকার জন্য আহ্বান জানায়।