কক্সবাজারে হোটেল আলহেরা থেকে এক ব্যক্তির লা’শ উদ্ধার

 

জাহাঙ্গীর আলম শামস :
কক্সবাজার

কক্সবাজার শহরের ঝাউতলা এলাকার হোটেল আলহেরা থেকে আজ সন্ধ্যায় সেলিম উল্লাহ (৫০)নামক এক ব্যক্তির লা’শ উদ্ধার করা হয়েছে।

হোটেল সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি গতকাল শনিবার বিকেল ৩টায় হোটেলটির ৩২৫ নম্বর রুমটি বুকিং নেয়। এসময় তার সাথে এক মহিলা ছিলো। এরপরে আজ রবিবার বিকেলে হোটেল কর্মচারীরা রুম পরিষ্কার করতে গিয়ে তার নিথর দেহ দেখতে পান।

হোটেল ম্যানেজারের রুম বুকিংয়ের তথ্যানুসারে, লা’শটি মোহাম্মদ সেলিম উল্লাহ নামক এক ব্যক্তির। মোহাম্মদ সেলিম ঈদগাঁও সাতঘরিয়া পাড়ার ৪নং ওয়ার্ডের মৃ’ত ইউসুফ আলীর ছেলে বলে জানা যায়। তার সাথে থাকা ওই মহিলার নাম রহিমা আকতার উল্লেখ করা হয়েছে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লা’শটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে। তার পরিবারের লোকজন বলছে তার দেহে ইনজেকশন পুশ আপের চিহ্ন রয়েছে এবং শরীরের বিভিন্ন জায়গায় মা’রধরের আঘাত রয়েছে।

হোটেলের সিসিটিভি ফুটেজ এবং রুমের অন্যান্য আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ। হোটেল কর্তৃপক্ষের কাছ থেকেও বিস্তারিত তথ্য নেওয়া হচ্ছে। তবে এ ঘটনায় এখনও কাউকে আ’টক করা হয়নি।

মন্তব্য করুন

Your email address will not be published.