নৌকার মুকুটে মেয়র পদে মনোনয়নপত্র জমা জোবায়েরের

সাতকানিয়া প্রতিনিধিঃ সাতকানিয়া পৌর মেয়র নির্বাচনে নিজ কপালে নৌকার মুকুট তুলতে চেষ্টা করেছিলেন অন্তত তিন আওয়ামী লীগ নেতা। হেটেছেন মাসের পর মাস কেন্দ্রীয় নেতাদের দুয়ারে দুয়ারে। নির্বাচনী লড়াইয়ে ‘খেলা দেখাতে’ কর্মীবাহিনীও রেখেছিলেন প্রস্তুত। কিন্তু স্বপ্নভঙ্গ হল তাদের। আওয়ামী লীগের টিকিট জুটলো না কপালে। শেষ পর্যন্ত চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও সদ্য বিদায়ী মেয়র মোহাম্মদ জোবায়েরের ‘লবিং’ কৌশলে দলীয় মনোনয়ন খেলায় পরাস্ত হতে হল তাদেরকে। নৌকার মনোনয়ন পেয়েই সদলবলে সাতকানিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ জোবায়ের। রোববার (১৭ জানুয়ারি) উপজেলা নির্বাচন কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার আতাউর রহমানের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট জহির উদ্দীন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমান, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম.এ মোতালেব সিআইপি, সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন চৌধুরী, বনফুল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদুল ইসলাম, ছাত্রলীগ নেতা মো. কামালউদ্দিনসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। ওইদিন বিকালে শেষ সময় পর্যন্ত আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ জোবায়ের এবং বিএনপি দলীয় প্রার্থী এ জেড এম মঈনুল হক চৌধুরী মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মনোনয়নপত্র বাছাই ১৯ জানুয়ারি, প্রত্যহারের শেষ সময় ২৬ জানুয়ারি। ৯টি কেন্দ্রে মোট ৩৭ হাজার ৫শ ৫০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আগামী ১৪ ফেব্রুয়ারি ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোহাম্মদ জোবায়ের বলেন, ‘আমি পাঁচ বছর মেয়র ছিলাম। পৌরসভার উন্নয়নের পাশাপাশি দলের জন্য কাজ করে গেছি। আগামী নির্বাচনে মেয়র নির্বাচিত হলে পৌরসভার অসমাপ্ত উন্নয়ন কাজ সমাপ্ত করার পাশাপাশি সাতকানিয়া পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলা হবে।‘

মন্তব্য করুন

Your email address will not be published.