টেকনাফ (কক্সবাজার)প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ শেষ সীমান্ত শাহপরীর দ্বীপ উপকূল সাগরের জোয়ারে ভাঙন দেখা দিয়েছে। জোয়ারের তীব্র স্রোতে পানি উঠছে লোকালয়ে। এরই মধ্যে বিলীন হয়ে যাচ্ছে পশ্চিম বেড়িবাঁধের বিভিন্ন অংশ। এতে দ্বীপের উপকূলের চল্লিশ হাজার মানুষ আতঙ্কের মধ্যেই রয়েছে। এই ভাঙন থেকে বসতবাড়ি রক্ষার দাবিতে ২৯ অক্টোবর মঙ্গলবার দুপুরে সাগরের পাড়ে
বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন শাহপরীর দ্বীপবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউপি সদস্য আবদুল মান্নান, সাবেক ইউপি সদস্য মো.ইসমাইল, নুরুল আমিন, সেনোয়ারা বেগম,মৌলভী জামাল উদ্দিন, মৌলভী মো. আবদুল্লাহ ও রহতম উল্লাহ রানা প্রমুখ।
মানববন্ধনে সাবেক মেম্বার মোঃ ইসমাইল বলেন,একশত ছয় কোটি টাকার বেড়িবাঁধ নির্মাণের কথা ছিল খুব টেকসইভাবে করার। কিন্তু টেকসই বেড়িবাঁধ না করার কারণে জোয়ারের পানির ধাক্কায় ব্লক ধসে যাচ্ছে।একশত ছয় কোটি টাকার বেড়িবাঁধ যদি দুর্বল হয়, তাইলে তারা টাকা নয় ছয় করে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে নাই । আমাদের প্রাণের দাবি থাকবে যদি শাহপরীরদ্বীপ রক্ষা করতে চাই পূণরায় সংস্কার করে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে হবে। নাইলে বাকি ৪০ হাজার মানুষের বসতি থাকবে না।
সাবেক ইউপি সদস্য নুরুল আমিন বলেন, ‘সাগরের জোয়ারে তোড়ে দ্বীপের পশ্চিম পাড়ার বেড়িবাঁধ ভাঙান দেখা দিয়েছে। যার ফলে দ্বীপের প্রায় ৪০ হাজার মানুষ আতঙ্কের মধ্য রয়েছে। এভাবে বাঁধের ভাঙান অব্যাহত উপকূলের মানুষের বসতি সাগরে তলিয়ে যাবে। তাই সরকারের প্রধান উপদেষ্টা কাছে দ্বীপবাসীর অনুরোধ সেনাবাহিনীর মাধ্যমে ভাঙান রোধে বাঁধ রক্ষায় সংস্কার করা হোক। অন্যতায় অতীতের মতো সাগরে তলিয়ে যাবে হাজারো মানুষের বসতবাড়ি।