জাতীয় পতাকা অবমাননা মামলার বাদী ফিরোজকে বিএনপি থেকে অব্যাহতি

 

 

নিজস্ব প্রতিবেদক

 

চট্টগ্রামে জাতীয় পতাকার অবমাননার ঘটনায় দায়ের হওয়া রাষ্ট্রদোহ মামলার বাদী মো. ফিরোজ খানকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার (১ নভেম্বর) বিএনপির চান্দগাঁও থানা শাখার সভাপতি মো. আজম ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. গিয়াস উদ্দিন ভূঁইয়া সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, আপনার বিরুদ্ধে দলের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আপনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৫ নং মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

এ বিষয়ে জানতে দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া মো. ফিরোজ খানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে সাড়া মেলেনি।

মন্তব্য করুন

Your email address will not be published.