হালদার সিসিটিভি ক্যামেরার মনিটরিং দেখলেন মৎস্য মন্ত্রী শ ম রেজাউল করিম

নিজস্ব প্রতিবেদক : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম কার্প জাতীয় মাছের নিষিক্ত ডিম আহরণের জন্য বিখ্যাত হালদা নদী রক্ষায় স্থাপিত সিসিটিভি ক্যামেরার মনিটরিং প্রক্রিয়া পরিদর্শন করেছেন ।

আজ বুধবার দুপুরে রাজধানী ঢাকার হাতিরঝিলের নৌ পুলিশ সদর দফতরে অবস্থিত কন্ট্রোল রুমে হালদা নদী রক্ষায় স্থাপিত সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণে যান তিনি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌ পুলিশের ডিআইজি আতিকুল ইসলাম। তিনি হালদা নদী রক্ষায় নৌ পুলিশ কর্তৃক গৃহীত পদক্ষেপগুলো মন্ত্রীকে অবহিত করেন।

ডিআইজি আতিকুল ইসলাম বলেন, মার্চ ও এপ্রিল মাসে জাটকা মাছ সংরক্ষণের যে অভিযান সেটি সম্পর্কে জানতে চেয়েছেন মন্ত্রী মহোদয়। সেখানে কতটুকু কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। জাটকা কতটুকু রক্ষা করতে পারলাম। পহেলা মে থেকে তিন মাস সমুদ্র থেকে মাছ আহরণের যে নিষেধাজ্ঞা সেটার কার্যক্রম সম্পর্কে অবহিত করেছি।

ডিআইজি বলেন, নৌ পুলিশ হেডকোয়ার্টারে অবস্থিত কন্ট্রোল রুম থেকে ৯টি সিসিটিভি ক্যামেরায় হালদার ১০ কিলোমিটার পর্যন্ত এলাকা কাভার করতে পারি। ক্যামেরাগুলো আমরা জুম করতে পারি, চারদিকে ঘোরাতে পারি, এগুলোকে আরও কীভাবে বিস্তৃত করতে পারি সেগুলো সম্পর্কে অবহিত করেছি।

বিষয়টি নিশ্চিত করে সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান বলেন, হালদা নদী রক্ষায় সরকার অনেক বেশি কঠোর অবস্থানে রয়েছে। আমাদের নৌ পুলিশের অভিযানও নিয়মিত রয়েছে। সামনে মা-মাছ ডিম ছাড়বে তাই আমরা সতর্ক রয়েছি। আজ মাননীয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ঢাকাস্থ নৌ পুলিশ সদর দফতরে স্থাপিত সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করেছেন। এ সময় তিনি হালদা নদী রক্ষায় কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে সে সম্পর্কে জানতে চান। আরো কঠোর হওয়ার নির্দেশ দেন।

মন্তব্য করুন

Your email address will not be published.