মরহুম জাহাঙ্গীর আলম স্মৃতি সংঘ কর্তৃক আয়োজিত অলিম্পিক বার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সম্পন্ন

 

নিজস্ব প্রতিবেদক 

 

খুলশীস্থ পূর্ব নাসিরাবাদ তুলাতলীতে মরহুম জাহাঙ্গীর আলম স্মৃতি সংঘ কর্তৃক আয়োজিত অলিম্পিক বার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্ভোধন সম্পন্ন

 

মরহুম জাহাঙ্গীর আলম স্মৃতি সংঘ কর্তৃক আয়োজিত অলিম্পিক বার ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান ১৫ নভেম্বর২০২৪, শুক্রবার, বেলা ৩ ঘটিকায় পলিটেকনিক্যাল বালু মাঠে মরহুম জাহাঙ্গীর আলম স্মৃতি সংঘের প্রধান উপদেষ্টা ও নাসিরাবাদ তুলাতলী মহল্লা কমিটির সিনিয়র সহ-সভাপতি এম. এ হাসান এর সভাপতিত্বে পলিটেকনিক সি ইউনিট বিএনপি সাধারণ সম্পাদক বশির আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালী বিএনপি থানা যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী মোঃ কামাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোঃ দিদারুল আলম দিদার, পূর্ব নাসিরাবাদ তুলাতলী মহল্লা কমিটির সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন বাহার, প্রচার সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ তোফাজ্জল হোসেন, ক্রীড়া সম্পাদক ও শ্রমিক নেতা মোঃ জিয়া। অন্যান্যদের উপস্থিত ছিলেন টুনামেন্ট পরিচালনা কমিটির মোঃ নুরুল ইসলাম, মোঃ অলি, মোঃ শহীদুল ইসলাম, মোঃ রুবেল প্রমূখ।

 

এসময় প্রধান অতিথি বলেন যুব সমাজকে মাদক মুক্ত রাখতে খেলা ধুলার বিকল্প নেই। আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশতেছে সেদিক গুলো খেয়াল রাখার জন্য সকল অভিভাবকদের আহবান জানান। আজকের এ আয়োজনের জন্য কমিটির সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরো বিভিন্ন খেলাধুলা আয়োজনের মাধ্যমে যুব সমাজের সুস্থ মানষিক বিকাশে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন । তিনি আরো বলেন
ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে চব্বিশের যে স্বাধীনতা অর্জন হয়েছে। তা সমুন্নত রাখতে হবে। সকলকে সজাগ থাকতে হবে। যেন দলের মধ্যে কোন অনুপ্রবেশকারী ঢুকে কোন নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। সবাইকে ঐক্য থাকার আহবান জানান। জাতীয়তাবাদী দলের পক্ষথেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে মরহুম যুবনেতা জাহাঙ্গীর আলমের আত্মার মাগফেরাত কামনা করেন। খেলায় অংশ গ্রহনকারীদল মুসলিম স্মৃতি সংঘ বনাব সেভেন স্টার ক্লাবের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং খেলার শুভ উদ্বোধন করেন।

 

 

প্রেস বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

Your email address will not be published.