চট্টগ্রামের সাতকানিয়ার ব্যবসায়ী প্রাণকেন্দ্র এওচিয়ায় এই প্রথম উদ্বোধন হলো দেশখ্যাত খাদ্যপন্য ব্রান্ড ফুল কলির শো- রুম ।
৫ই ডিসেম্বর(বৃহস্পতিবার)সকালে উপজেলার এওচিয়ার দেওদীঘি বাজারে এই ফুলকলির শো রুম উদ্বোধন করেন ফুলকলির জিএম এম এ সবুর।
ঐসময় দেওদীঘি ফুলকলির স্বত্বাধিকারী তরুণ উদ্যোক্তা ও বিশিষ্ট সমাজসেবক ওয়াহিদুল ইসলাম মানিকসহ বাজারের অপরাপর ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন।
জিএম এম এ সবুর, ফিতা কেটে শো রুম উদ্বোধন করার পরে, দেওদীঘি ফুল কলি শাখার উত্তরোত্তর সাফল্য কামনায় এক বিশেষ মোনাজাত করা হয়।
দেওদীঘি ফুলকলির শো রুমের স্বত্বাধিকারী তরুণ ব্যবসায়ী মো:ওয়াহিদুল ইসলাম মানিক বলেন,এওচিয়ার মানুষ হচ্ছে খুবই ভোজনবিলাসী, তাই তাদের কথা মাথা রেখে উন্নত মানের খাবার পরিবেশন করার লক্ষ্যেই আজকের এই ফুলকলি শো রুম মূলত দ্বোরগোড়ায় নিয়ে আসা।
আশা করি এই পশ্চিম সাতকানিয়ার মানুষজনকে আর দূরদূরান্তে গিয়ে মানসম্পন্ন খাদ্য গ্রহণ করা লাগবেনা,তারা এখন তাদের উঠোনেই পাচ্ছে সেই উন্নত মানের ভোগপন্য দেওদীঘি ফুলকলি শাখা থেকেই।