তিন পার্বত্য জেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক

পার্বত্য তিন জেলার বিভিন্ন স্থানে থাকা অবৈধ ইটভাটার কার্যক্রম যেন শুরু না করতে পারে সে ব্যাপারে এক সপ্তাহের মধ্যে জেলা প্রশাসকদের (ডিসি) পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ির জেলা প্রশাসকদের এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) এ বিষয়ে আবেদনের শুনানি করে বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। তাকে সহায়তা করেন আইনজীবী সঞ্জয় মন্ডল, আইনজীবী এখলাস উদ্দিন ভূঁইয়া, আইনজীবী নাসরিন সুলতানা ও আইনজীবী সেলিম রেজা। অপরদিকে  রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. তানিম খান।

আদালত আদেশে বলেন, এক সপ্তাহের মধ্যে তিন পার্বত্য জেলার ডিসিরা নিজ নিজ এলাকার অবৈধ ইটভাটার মালিকেরা যাতে তাদের কার্যক্রম শুরু না করতে পারে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে এবং উক্ত কার্যক্রম সম্পর্কে আগামী ২ সপ্তাহের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করবে।

পরে আইনজীবী মনজিল মোরসেদ বলেন, পার্বত্য তিন জেলার লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে ২০২২ সালে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (HRPB) একটি রিট দায়ের করে। HRPB-এর পক্ষে আবেদনকারী হলেন- আইনজীবী মো. ছারওয়ার আহাদ চৌধুরীসহ দুই জন। রিটে বন ও পরিবেশ মন্ত্রণালয়সহ মোট ২৪ জনকে বিবাদী করা হয়।

উক্ত রিটের শুনানি শেষে আদালত বিবাদীদের প্রতি রুল জারি করে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দেন।

মন্তব্য করুন

Your email address will not be published.