রাজধানীর মিরপুরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

মেডিকেল প্রতিবেদক, ঢাকা 

রাজধানীর মিরপুরের দিয়াবাড়ি সিটি বস্তিতে মিলন (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাত সোয়া ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

মিলন পোশাকশ্রমিক ছিল বলে জানিয়েছেন স্বজনেরা। রংপুর মিঠাপুকুর উপজেলার আনারুল ইসলামের ছেলে তিনি। বর্তমানে রূপনগর দিয়াবাড়ি এলাকায় থাকতেন।

নিহতের বন্ধু সূর্য জানান, মিলন একটি গার্মেন্টসে পোশাকশ্রমিকের কাজ করতেন। গতকাল রাতে তিনি জানতে পারেন দিয়াবাড়ি সিটি কলোনি এলাকায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মিলনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে। পরে দ্রুত সেখানে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাঁকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান মিলন আর বেঁচে নেই। তবে কে বা কারা কী ঘটনা নিয়ে মিলনকে কুপিয়ে হত্যা করেছে, তা জানেন না তিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মিলনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.