নুরুল আমিন চট্টগ্রাম প্রতিনিধি
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা ৮নং ঢেমশা ইউনিয়ন যুবলীগের উদ্যোগে নিজস্ব অর্থায়নে করোনা পরিস্থিতির কারণে আর্থিক সংকটে পড়া মেহনতি মানুষের মাঝে ঈদ উপহার দিয়েছে ।
৭ই মে রোজ শুক্রবার দাইমারখীল থ্রী ষ্টার হলরুমে দুপুর ২টায় সামাজিক দুরত্ব বজায় রেখে উক্ত উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় ঢেমশা ইউনিয়ন যুবলীগের আহবায়ক মাসুদ পারভেজ চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফোরকান, যুগ্ম আহবায়ক রুবেল,সদস্য নুরুল আমিন, শাহজাহান, মাহবুব আলম, এমরান, আব্দুল লতিফ সহ ঢেমশা ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আহবায়ক মাসুদ পারভেজ বলেন,‘করোনা মহামারির শুরু থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যুবলীগ সারা দেশে জনগণের সেবায় কাজ করছে। এই দুর্যোগ যতদিন থাকবে, যুবলীগ ততদিন প্রিয় নেত্রীর নির্দেশে সেবা করে যাবে, ইনশাআল্লাহ।’
যুগ্ম আহ্বায়ক আলম বলেন,মাইনুল হোসেন খাঁন নিখিলের নির্দেশনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় দুস্থ মানুষের মাঝে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় এই কর্মসূচি।
এসময় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।