রাজধানীর নয়াপল্টনে জামান টাওয়ারে লাগা আগুন দেড় ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট।
বুধবার সকাল ৫টা ৩৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল ৭টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসার কোনও খবর পাওয়া যায়নি।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম।
তিনি জানান, নয়াপল্টনের জামান টাওয়ারের চতুর্থ তলায় আগুনের ঘটনা ঘটেছে। যা ভবনের পঞ্চম তলায়ও ছড়িয়ে পড়েছে। ভোর ৫টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। এরপর ধাপে ধাপে ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে ৯টি ইউনিট। আরও ইউনিট পথে রয়েছে।
তবে আগুনের কারণ তিনি জানাতে পারেননি। এ ছাড়া, তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছুই জানাতে পারেননি তিনি।