উখিয়ায় কলেজ শিক্ষককে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক 

দোকান ভাড়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে কক্সবাজারের উখিয়া কলেজের বিভাগের শিক্ষক মোহাম্মদ ইকবালকে (৫২) পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শরিফ নামে একজনকে আটক করেছে পুলিশ।

রবিবার (২০ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে উখিয়ার সদর রাজাপালং ইউনিয়নের ঘিলাতলী গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত কলেজ শিক্ষক মোহাম্মদ ইকবাল উখিয়ার রাজাপালং ইউনিয়নের ঘিলাতলী গ্রামের গুরা মিয়ার ছেলে। আর অভিযুক্ত শরিফ রাজাপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্ব সিকদার বিলের শামসুল আলমের ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন৷

স্বজনদের বরাত দিয়ে ওসি জানান, নিজ বাড়ির সামনে দোকান ভাড়া নিয়ে শরীফের সঙ্গে শিক্ষক ইকবালের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শরীফ শিক্ষক ইকবালের ওপর হামলা চালালে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে

মন্তব্য করুন

Your email address will not be published.