নিজস্ব প্রতিবেদক
ভয়ংকর ভারতীয় ধরন নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘করোনা মহামারির সময় আপনারা মাস্ক পরে থাকবেন, সাবধানে থাকবেন। কারণ নতুন একটা ভাইরাস এসেছে, এটা আরও বেশি ক্ষতিকর, যাকে ধরে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়।’
গণভবন থেকে ভিডিও কনফারেন্সে রোববার (৯ মে) সকালে এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। পূর্বাচল প্রকল্পে ‘মূল অধিবাসী ও সাধারণ ক্ষতিগ্রস্ত’ এ দুটি ক্যাটাগরিতে মোট ১ হাজার ৪৪০টি প্লট বরাদ্দপত্র প্রদানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, ‘জানি ঈদের সময় মানুষ পাগল হয়ে গ্রামে ছুটছেন। এই যে আপনারা একসঙ্গে বাড়ি যাচ্ছেন; চলার পথে, ফেরিতে হোক বা গাড়িতে হোক, আর লঞ্চে হোক— কার যে করোনাভাইরাস আছে আপনি জানেন না। সুতরাং আপনি সেটা বয়ে নিয়ে যাচ্ছেন আপনার পরিবারের কাছে। মা-বাবা, দাদা-দাদি ও ভাইবোন— যারাই থাকুক বাড়িতে আপনি কিন্তু তাদের সংক্রমতি করবেন। তাদের জীবনটাও মৃত্যুঝুঁকিতে ফেলে দেবেন আপনি।’
ঈদে বিক্ষিপ্তভাবে বাড়ি না গিয়ে যেখানে আছেন সেখানেই থাকার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘একটা ঈদে নিজের ঘরে থাকতে কী ক্ষতিটা হয়? কাজেই ছোটাছুটি না করে যে যেখানে আছেন, সেখানে থাকেন। সেখানেই নিজের মতো করে ঈদটা উদযাপন করেন।’
সুরক্ষার বিষয়ে জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের প্রতিবেশী দেশে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। কাজেই আগে থেকে আমাদের সুরক্ষিত থাকতে হবে। আমাদের সেভাবেই চলতে হবে, যেন আমরা সবাই করোনা ভাইরাস থেকে মুক্ত হয়ে বেঁচে থাকতে পারি