লোহাগাড়া ( চট্টগ্রাম ) প্রতিনিধি :
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা নিকেতন কলাউজান শাহ্ রশিদিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার গভর্নিং বডির সভাপতি হলেন ড. আহমদ আলী।
বুধবার ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আইউব হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গভর্নিং বডির সভাপতি হিসেবে তাকে অনুমোদন প্রদানের বিষয়টি জানানো হয়।
ড. আহমদ আলী বলেন, স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কলাউজান শাহ রশিদিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা । “আমি চেষ্টা করবো শিক্ষার্থীদের নৈতিক ও আধুনিক শিক্ষায় এগিয়ে নিতে। এই প্রতিষ্ঠানকে জেলার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করাই হবে আমার মূল লক্ষ্য।”