পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
আগামী ১২ জুলাই চট্টগ্রামের পটিয়া আসছেন গণঅধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। তার আগমনকে ঘিরে পটিয়ায় উত্তেজনা বিরাজ করছে।
পটিয়া উপজেলার আব্দুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যাজয়লয় মাঠে ভিপি নূরের আগমন উপলক্ষে শনিবার বিশাল জুলাই গণসমাবেশের আয়োজন করতে যাচ্ছে উপজেলা গণঅধিকার পরিষদ।
১২ জুলাইয়ের গণসমাবেশ সফল করতে ব্যাপক প্রচারের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে পটিয়া থানার মোড়ের একটি রেস্টুরেন্টে
সংবাদ সম্মেলনের আয়োজন করে পটিয়া উপজেলা গণঅধিকার পরিষদ।
এতে সভাপতিত্ব করেন, দক্ষিণ জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক ডা. এমদাদুল হাসান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব এডভোকেট আরিফুল হক তায়েফ। এসময় উপস্থিত ছিলেন, পটিয়া উপজেলা আহ্বায়ক ডা. বি. কে. দত্ত, যুব অধিকার পরিষদ আহ্বায়ক মো. আরাফাত (নবাব), ছাত্র অধিকার পরিষদের গোলাম সোবহান, মো. আকরাম হোসেন, মেহেদী হাসান সাকি, রায়হান আহমেদসহ অঙ্গ-সংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলনে ডা. এমদাদুল হাসান বলেন,পটিয়া একটি দক্ষিণ চট্টগ্রামের অন্যতম সমৃদ্ধ ও প্রাচীন উপজেলা এই উপজেলায় জন্ম নিয়েছেন,বীর কন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার,মুন্সি আব্দুল করিম সাহিত্য বিশারদ, দেশবরেণ্য কণ্ঠশিল্পী আইয়ুব বাচ্চু, প্রাগৈতিহাসিক কাল থেকে পটিয়ার মানুষ শান্তিপ্রিয় ও সংগ্রামী। আগামীর সমৃদ্ধ ও অপ্রতিরোধ্য পটিয়া গড়ে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করে যাচ্ছে গণঅধিকার পরিষদ পটিয়া উপজেলার নেতৃবৃন্দ। জুলাই বিপ্লবের মহানায়ক,২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন এর অন্যতম সংঘঠক ভিপি নুরুল হক নুরের আগমন উপলক্ষে পটিয়ায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যে পটিয়ার গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার ফেস্টুন সাটানো হয়েছে। উক্ত জুলাই গণসমাবেশে আরো উপস্থিত থাকবেন।
জুলাই বিপ্লবের মাস্টার মাইন্ড গণঅধিকার পরিষদ সিনিয়র সহ সভাপতি ও দলীয় মুখপাত্র ফারুক হাসান। তিনি আরও বলেন, ৭১ এর মহান মুক্তিযুদ্ধ ও ২৪ এর জুলাই বিপ্লবের মাধ্যমে বারবার প্রমাণিত হয়ে এই জাতী ও দেশপ্রেমিক জনতা অন্যায় জুলুম অনিয়মিত ও দাসত্বের শিকলে বাঁধা থাকবেনা। অত্যন্ত দুঃখের বিষয় শ্রীমাই ব্রীজের পূর্বে এবং পরে, শাহচান্দ আউলিয়ার মাজারের গেইটে গিরী চৌধুরীর বাজারে লাগানো গণবন্ধু ভিপি নুরুল হক নুরের আগমনী ফেস্টুন ও ব্যানার একদল বিপদগ্রস্ত দুষ্কৃতকারী, স্বার্থান্বেষী মহল ছিড়ে ফেলার মত দুঃসাহস দেখিয়েছে। সমাবেশকে বানচাল করতে বিভিন্ন মহল থেকে প্রকাশ্যে ও অপ্রকাশ্যে খোলা-গোপন হুমকি দেওয়া হচ্ছে। শান্তিপ্রিয় রাজনৈতিক সহবস্থান গণতান্ত্রিক বাংলাদেশে একটি স্বাভাবিক বিষয়, কিন্তু অন্য দলের ব্যানার পোস্টার ছিড়ে যারা রাজত্ব কায়েম করতে চায় তারা গণতন্ত্র ও শান্তিতে বিশ্বাসী নয়।