স্ত্রীকে ১১ টুকরো করে গুম করার চেষ্টা, ঘাতক স্বামী গ্রেপ্তার

 অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ রৌফাবাদ এলাকায় স্ত্রীকে নৃশংসভাবে হত্যার পর লাশ ১১ টুকরো করে গুম করার চেষ্টার মামলায় প্রধান আসামি ঘাতক স্বামী সুমনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।  শুক্রবার (১১ জুলাই)  রাতে এই তথ্য নিশ্চিত করেছেন র‌্যাবের সহকারী পরিচালক (জনসংযোগ) এম.আর.এম মোজাফ্ফর হোসেন।

এর আগে বুধবার (৯ জুলাই) দিনগত রাত সাড়ে ১২টার দিকে অক্সিজেন এলাকার পাহাড়িকা হাউজিং সোসাইটির এফজে টাওয়ারের ১০ তলায় স্ত্রীকে ১১ টুকরা করে হত্যা করেছে সুমন। হত্যাকাণ্ডের পর স্থানীয়রা নিহত গৃহবধূর স্বামীকে আটকে রাখলেও গ্রিল কেটে পালিয়ে যেতে সমর্থ হন তিনি। পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড, বলছে পুলিশ।

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার পাহাড়িকা আবাসিক এলাকায় দেড় মাস আগে এ জেড টাওয়ারের দশম তলায় বাসা ভাড়া নেয় সুমন ও ফাতেমা। তাদের সিফাত নামে আট বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.