কোতোয়ালীতে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে কোতোয়ালী থানাধীন দেওয়ান বাজার ও ওয়াসা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল করীম।

গ্রেপ্তার দুইজন হলেন – কোতোয়ালী থানা ছাত্রলীগের ছাত্রলীগের সহ-সভাপতি আরশাদ আনাল প্রকাশ সামির (২৫) এবং ফটিকছড়ি যুবলীগের সহ-সভাপতি-মো: আশরাফ আলী প্রকাশ ইনু (৩৮)।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল করীম বলেন, তাদের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.