শিক্ষিত জাতী গড়তে অভিভাবকদের সচেতন হতে হবে :আইনজীবী রাশেদুল ইসলাম রাশেদ

সাতকানিয়া মডেল উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে-

 

নিজস্ব প্রতিবেদক সাতকানিয়া, 

চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাতকানিয়া মডেল হাইস্কুলে
অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার(৪ঠা নভেম্বর) এই অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান।

 

উক্ত সমাবেশে বিশে অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন-  চট্টগ্রামের সাতকানিয়া  যুগ্ন জেলা জজ আদালতের সরকারি আইনজীবী ও সাতকানিয়া মডেল হাইস্কুল পরিচালনা কমিটির অভিভাবক সদস্য রাশেদুল ইসলাম রাশেদ।

 

এসময় সরকারি আইনজীবী রাশেদুল ইসলাম রাশেদ আগত অভিভাবকদের উদ্দেশ্যে তার বক্তব্যে বলেন,এই দেশ ও সমাজ ব্যবস্থা এবং উন্নত জাতী গড়তে হলে আগে অবশ্যই অবশ্যই অভিভাবকদের সচেতন হতে হবে।

এবং ছেলেমেয়েরা কোথায় কি করছে এবং লেখাপড়ার গতি কতটুকু আগাচ্ছে তার তদারকি করা লাগবে।

মন্তব্য করুন

Your email address will not be published.