সিএমপি’র অভিযানে দুই শতাধিক গাড়ি জব্দ!

নিজস্ব প্রতিবেদক : নানা কৌশলে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে নগর ছাড়ছেন মানুষ। কিন্ত ঘরমুখো মানুষকে আটকাতে চেকপোস্ট, গাড়ি জব্দ ও তল্লাশিসহ নানা পদক্ষেপ নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগ।

গতকাল ১০ মে থেকে আজ ১১ মে পর্যন্ত দুই শতাধিক গাড়ি জব্দ করা হয়েছে।

সিএমপির ট্রাফিক বিভাগের (পশ্চিম) সহকারী কমিশনার মো. মমতাজ উদ্দিন গণমাধ্যমে জানান, করোনা সংক্রমণ রোধে আন্তঃজেলা বাস, যাত্রীবাহী গাড়ি জব্দ করা হচ্ছে সিটি গেটে। এরমধ্যে বাস, মাইক্রো ও প্রাইভেট কারসহ বিভিন্ন ধরনের গাড়ি রয়েছে। জনস্বার্থে আমাদের এ কাজ করতে হচ্ছে।

তিনি আরো জানান, লোকজন নানা কৌশলে রাতের আঁধারে ও ভোরে নগর ছাড়ছেন। এজন্য ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের সিটি গেট এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

 

মন্তব্য করুন

Your email address will not be published.