‎অভিনব কায়দায় মীরসরাইয়ে পুকুর থেকে মাছ চুরি


কমল পাটোয়ারী, ‎মীরসরাই প্রতিনিধি:

মীরসরাইয়ে অভিনব কৌশলে পুকুর থেকে মাছ চুরির ঘটনা ঘটেছে। মীরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী হাজ্বী পাড়া এলাকায় এই ঘটনায় ঘটে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর জব্বার হাজ্বী বাড়ির পুকুর নিজস্ব পুকুরে বেশ কিছুদিন ধরেই মাছ চাষ করছিলেন। বৃহস্পতিবার (২৪জুলাই) সকালে পুকুরের জাল দেওয়া সময় বিশেষ কায়দায় জালের ভিতরে জাল (হোগরা বানিয়ে) প্রায়  ৪০-৫০ কেজি মাছ নিয়ে যায়। পরে স্থানীয় একজনের কাছে সন্দেহ হওয়ায় তারা দাঁড়াতে বললে তারা দ্রুত ঐখান থেকে ছিটকে পড়ে।

‎চুরির কৌশল ছিল বেশ অভিনব। চোরেরা পুকুরে
‎জাল দেওয়া পর তারা একজন একজনকে ইশারা স্থানীয় একজন দেখে তাদেরকে সন্দেহ হলে তাদেরকে দাঁড়াতে বললে দ্রুত জাল নিয়ে মাছ রাস্তায় অপেক্ষারত সেইভ লাইন (লেগুনা) করে পালিয়ে যাওয়ার সময় বাইক নিয়ে জাল ও লেগুনা আটক করলে জালের সাথে যারা ছিল তারা  পালিয়ে যায়।

‎স্থানীয় শাহাদাত হোসেন জানান, সকালে কাছকি মাছ ( মোইল্লা মাছ ) খাওয়া জন্য পুকুরে জাল দিলে তারা বিশেষ কায়দায় জালের ভিতরে বিশেষ জাল (স্থানীয় ভাষা হোগরা) দিয়ে ( কাতাল, রুই তেলাপিয়া, মৃগেল সহ বিভিন্ন প্রজাতির প্রায় ৪০-৫০ কেজি মাছ নিয়ে য়ায।

মন্তব্য করুন

Your email address will not be published.