সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
পেটের মধ্যে বিশেষ কায়দায় ইয়াবা লুকিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন রোহিঙ্গা যুবক আব্দুর রহমান (৪১)। তার গতিবিধি সন্দেহ মনে হলে সাতকানিয়া থানার পুলিশ তাকে আটক করে।
আটকের পর আব্দুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু তিনি তার পেটের মধ্যে ইয়াবা থাকার বিষয়টি অস্বীকার করলে মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৫টার দিকে আটক আব্দুর রহমানকে এক্স-রে করানো হয়। এরপর তার পেটে ইয়াবা থাকার বিষয়টি নিশ্চিত হয় পুলিশ। পরে তার পেট থেকে পায়ুপথ দিয়ে ৫১০ পিস ইয়াবা বের করা হয়।
আটক আব্দুর রহমান কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার লেদা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা।
পুলিশ জানায়, আব্দুর রহমান প্রথমে রোহিঙ্গা ক্যাম্প থেকে ইয়াবা নিয়ে কক্সবাজার আসেন। পরে সেখান থেকে বাসে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে যাত্রীবাহী বাসটি সাতকানিয়া থানাধীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেঁওচিয়া ইউনিয়নের খুনী বটতল এলাকার ওবাইদিয়া ইসলামিয়া মাদ্রাসার সামনে পুলিশের অস্থায়ী চেকপোস্টে থামানো হয়। তার গতিবিধি সন্দেহ হলে পুলিশ তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ইয়াবা থাকার বিষয়টি অস্বীকার করেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, আসামি দোষী সাব্যস্ত হওয়ায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে গ্রেপ্তার দেখানো হয়। তাকে বুধবার (১৩ আগস্ট) আদালতের নিকট সোপর্দ করা হবে।
 
			