লোহাগাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প কার্যক্রম সম্পন্ন

 

নিজস্ব সংবাদদাতা:

চট্টগ্রামের লোহাগাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প কার্যক্রম সম্পন্ন হয়েছে। শনিবার বিকেলে উপজেলার আমিরাবাদের পুরাতন বিওসি গোলামনবী হাজীর পাড়া এলাকায় “আমিরাবাদ ইসলামী পাঞ্জেরী সংঘ” এর উদ্যোগে ও আমিরাবাদ ইউনিয়ন জামায়াত ইসলামীর সার্বিক সহযোগিতায় এ মেডিকেল ক্যাম্প করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের জামায়াত ইসলামী লোহাগাড়া উপজেলা শাখার সেক্রেটারি অধ্যক্ষ আ. ন. নোমান। ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন করেন ডা. যীশু নাথ। মেডিকেল ক্যাম্পে প্রায় দুই শতাধিক রোগীকে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড গ্রুপ পরীক্ষা ও ডাক্তারী পরামর্শ দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন আমিরাবাদ ইউনিয়ন জামায়াত ইসলামীর আমীর অধ্যাপক মুহাম্মদ হাসান ও মেডিকেল ক্যাম্পের তত্ত্বাবধায়ক আবদুর রহমান প্রমুখ।

মন্তব্য করুন

Your email address will not be published.