লোহাগাড়ায় জামায়াতে ইসলামী’র যুব সম্মেলন অনুষ্ঠিত

 

নিজস্ব সংবাদদাতা:

চট্টগ্রামের লোহাগাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া সদর ইউপির ২নং ওয়ার্ডের উদ্যোগে যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগষ্ট) সন্ধ্যায় কাজী পাড়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গন এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা যুব সেক্রেটারি এডভোকেট আবু নাছের ও
প্রধান বক্তা ছিলেন, লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ আ.ন.ম নোমান।

এসময় উপস্থিত অতিথিরা বলেন, আল্লাহ আমাদের কে উত্তম জাতি বানিয়েছেন। নিজের চরিত্র, জ্ঞান ও আমল দিয়ে প্রমাণ করতে হবে আমরা শ্রেষ্ঠ জাতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাদের যুগে যুবকদের ভুমিকা ইসলামের বিজয়কে নিশ্চিত করেছিল।

বক্তারা আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিজয়কে সুনিশ্চিত করার জন্য যুবকদের এগিয়ে আসতে হবে। যে কোন ধরনের বিতর্কিত কাজ থেকে বিরত থেকে নিজের আমল আখলাক দিয়ে মানুষের মন জয় করতে হবে।

অনুষ্ঠানে মাওলানা আব্দুল গনি’র সভাপতিত্বে মাষ্টার আব্দুস সালাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Your email address will not be published.