সাতকানিয়ায় মাটির ট্রাকের পিচ্ছিল সড়কের বলী রাজ মিস্ত্রী ফরিদ!

সৈয়দ আককাস উদদীনঃ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার কেরানিহাট এলাকায় ট্রাকচাপায় ফরিদ উদ্দিন (৪০) নামে এক পথচারী নিহত হয়েছেন।

বুধবার (১২ মে) রাত ১০টার দিকে কেরানিহাটের খুনি বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফরিদ উদ্দিন সাতকানিয়া কেঁওচিয়া ৬ নম্বর ওয়ার্ড মৃত আবদুল খালেকের ছেলে। তিনি পেশায় একজন নির্মাণশ্রমিক বলে জানা গেছে।

বিষয়টি বিষয়টি চট্টগ্রাম সংবাদকে নিশ্চিত করেছেন কেঁওচিয়া ইউনিয়নের চেয়ারম্যান মনির আহম্মেদ।

তিনি বলেন, ‘রাত ১০টার দিকে কেরানিহাটের খুনি বটতল এলাকায় ফরিদ উদ্দিন নামে স্থানীয় এক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটছিলেন। এমন সময় কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে যেতে থাকা একটি ট্রাক ওই পথচারীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।’

এদিকে হাইওয়ে থানার ওসি আব্দুর রব বলেন,কোন গাড়ী মারছে তা আমরা নিশ্চিত নই,আমি স্পটে আছি।

ব্রিকফিল্ডের মাটি টানার ডাম্পার থেকে মাটি পড়ে সামান্য বৃষ্টিতে এই মহাসড়ক পিচ্ছিল হয়ে এমন প্রানহানি ঘটে,তবে আপনারা বৃষ্টিতে ব্রিকফিল্ড মালিকদের সতর্ক করেননা কেন?

এমন প্রশ্নের জবাবে ওসি হাইওয়ে আব্দুর রব বলেন,আসলে ভাই এটার জন্য না,তবু ও আমরা মাটি কাটা পুরোপুরি অফ রাখছি।

তবে স্থানীয় বাসিন্দারা জানান,মাটির ডাম্পারে বেপরোয়া মাটিবহনই সড়ক পিচ্চিল হয়,প্রশাসন মাসোহারা পেয়ে সড়ক পিচ্চিল আর এক্সিডেন্ট করলেও তারা চুপ থাকে,ফলে কয়েকদিন পর পর ফরিদরা ঝরে পড়ে অকালে।

মন্তব্য করুন

Your email address will not be published.