বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালীতে পূর্ব শত্রুতার জের ধরে জমি থেকে সদ্য লাগানো ধানের চারা ঝলসিয়ে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোঃ রিদুয়ানুল কবির বাদী হয়ে বাঁশখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।
সরেজমিনে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার শেখেরখীল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বোছারা পাড়া এলাকায় মাঠে গিয়ে দেখা যায়, কীটনাশক দিয়ে ঝলসিয়ে দিলে সদ্য রোপণকৃত ধানের চারাগুলো জমির পানিতে ভাসছে।
অভিযোগসূত্রে জানা যায়, রিদুয়ানুল কবির বিগত ২ বছর পূর্বে তার ভগ্নিপতি কামাল উদ্দীন থেকে ৪০ শতাংশ বা ১ কানি ধানি জমি বন্ধক নিয়ে দীর্ঘদিন ধরে ধান চাষ করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় এবারও তিনি জমিতে ধান রোপণ করেন। গত বৃহস্পতিবার রাতে একই এলাকার মৃত দুলা মিয়ার পুত্র আবু তাহের(৫০), মৌলভী ইব্রাহীমের পুত্র মোঃ ফারুক(৩০), নুরুল আলমের পুত্র শফি উল্লাহ(৩৫), মৃত আবু ছিদ্দিকের পুত্র মোঃ জাহাঙ্গীর (৫১) এসে কীটনাশক ঔষধ দিয়ে সদ্য লাগানো ধানের চারা ঝলসিয়ে ফেলেন। এমন ক্ষতি করার কারণ জানতে চাইলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করার সঙ্গে সঙ্গে মেরে ফেলার হুমকিও দেন।
কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগী কৃষক রিদুয়ানুল কবির বলেন, ‘৩০ হাজার টাকা খরচ করে জমিতে চারা রোপণ করেছিলাম। ফসলের সঙ্গে এতটা নিষ্ঠুরতা মানুষ করতে পারে তা ভাবতেই পারিনি।’ দ্রুত দোষীদের শাস্তি দাবি করেন তিনি।
এ ব্যাপারে অভিযুক্ত আবু তাহের এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে কোন কিছু জানি না, আমার কোন সম্পৃক্ততা নাই।
এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে ভুক্তভোগী কৃষকের পক্ষ থেকে থানায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’