এওচিয়া-খুনের পর পাওয়া যাচ্ছে লাশ আর হামলার পর অস্ত্র, তবুও গ্রেফতার হচ্ছেনা সন্ত্রাসীরা

সৈয়দ আককাস উদদীন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় প্রতিপক্ষের হামলায় এক যুবক গুরুতর আহত হয়েছেন। এ সময় স্থানীয়দের সহযোগিতায় হামলাকারীদের কাছ থেকে একটি একনলা ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।

বুধবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের পশ্চিম গাটিয়াডাঙ্গা (আলিচান পাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে এওচিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বইক্কে বর দোকানের উত্তর পাশের নতুন ব্রিজের উপর মৃত নুর আহম্মেদের ছেলে প্রবাসী মোঃ বক্কর (৩০)-এর ওপর হামলা চালায় প্রতিপক্ষের একদল যুবক।

 

হামলায় নেতৃত্ব দেন একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মৃত আইয়ুব আলীর ছেলে ডালিম (৪০) ও তার ভাই সেলিম (৩৫)। তাদের সঙ্গে আরও কয়েকজন যুবক যুক্ত ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

আহত অবস্থায় স্থানীয়রা বক্করকে প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় ডালিমের কাছ থেকে একটি একনলা ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থল থেকে অস্ত্রটি জব্দ করে থানায় নিয়ে যায়।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুল ইসলাম  জানান, “ওয়ান শুটার গানটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

এদিকে আহত আবু বক্করের বড় ভাই আবুল বশর দৈনিক সকালের সময়কে বলেন,আমি বাদী হয়ে সাতকানিয়া থানায় ৮জনের নামে অভিযোগ দিয়েছি।
আমি আশা করব মামলা রেকর্ডের পর সন্ত্রাসীরা দ্রুত গ্রেফতার হবে।

 

অপরদিকে একই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছড়ারকুলে ৬ই সেপ্টেম্বর প্রকাশ্যে কিরিচ দিয়ে হত্যা করা হয় দিনমজুর নুরুল কবিরকে ঘটনায় মামলা হলেও গ্রেফতার হয়নি খুনের মামলার একজন আসামিও।

মন্তব্য করুন

Your email address will not be published.