সাতকানিয়া প্রতিনিধি
চট্টগ্রামের সাতকানিয়ার মির্জারখীল দরবার শরীফের অনুসারীরা সৌদি আরবের সাথে মিল রেখে অন্যান্য বছরের মতো এবারও এক দিন আগে সরকারি নির্দেশ মেনে ঈদ উল ফিতর উদযাপন করছেন।
বুধবার তাদের ত্রিশটি রোজা পূর্ণ হওয়ায় আজ বৃহস্পতিবার ঈদ উল ফিতর উদযাপন করছে।
সকাল ১০ টায় দরবার শরীফের মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। দরবার শরীফের পীর হযরত মাওলানা মোহাম্মদ আরেফুল হাই এর বড় ছেলে মুফতি মাওলানা মোহাম্মদ মকছুদুর রহমান ঈদের নামাযে ইমামতি করেন।