আনোয়ারায় পিকআপ ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে নিহত এক

নিজস্ব প্রতিবেদক : আনোয়ারায় পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। যুবকের নাম জিয়াউর রহমান (৩৫)।

আজ ভোরে  দিকে আনোয়ারার চৌমুহনী এলাকার শশী কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এতে সিএনজি অটোরিকশার আরও তিন যাত্রী আহত হয় বলে জানিয়েছেন আনোয়ারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দুলাল মিত্র। তিনি  বলেন, একটি পণ্যবোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৩ জন আহত হয়। খবর পেয়ে ভোর সাড়ে ছয়টার দিকে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে জিয়াউর রহমান নামে একজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ দুর্ঘটনায় আহত তিন জনকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.