নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় চাঁদের গাড়ি উল্টে একজন নিহত ও ৩ জন আহত হয়েছেন। নিহতের নাম হেলপার মোফাজ্জল হোসেন (১৬)।
আজ সকাল ৭টায় মারিশ্যা-দীঘিনালা সড়কের দুই টিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মারিশ্যা-দীঘিনালা সড়কের দুই টিলা এলাকায় তামাকবাহী চাঁদের গাড়ি (জিপ) উল্টে গাড়ির হেলপার নিহত হয়েছে। সে বাঘাইছড়ি পৌর ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হোসেনের ছেলে। এছাড়া জিপ চালক এরশাদসহ গুরুতর আহত ৩ জনকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন খান বলেন, ‘হতাহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’