রাঙামাটিতে চাঁদের গাড়ি উল্টে হেলপার নিহত

নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় চাঁদের গাড়ি উল্টে একজন নিহত ও ৩ জন আহত হয়েছেন। নিহতের নাম হেলপার মোফাজ্জল হোসেন (১৬)।

আজ সকাল ৭টায় মারিশ্যা-দীঘিনালা সড়কের দুই টিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, মারিশ্যা-দীঘিনালা সড়কের দুই টিলা এলাকায় তামাকবাহী চাঁদের গাড়ি (জিপ) উল্টে গাড়ির হেলপার নিহত হয়েছে। সে বাঘাইছড়ি পৌর ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হোসেনের ছেলে। এছাড়া জিপ চালক এরশাদসহ গুরুতর আহত ৩ জনকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন খান বলেন, ‘হতাহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

মন্তব্য করুন

Your email address will not be published.