পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের পটিয়ায় পুলিশের ডেভিলহান্ট ফেজ-২ এর বিশেষ অভিযানে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার ভোরে ০৪নং কোলাগাঁও ইউনিয়নের ০১নং ওয়ার্ড আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক বশিরুল আলম বাদশা(৬৫) কে মুন্সিরহাট বাজার হতে গ্রেফতার করা হয়। সে কোলাগাঁও নলান্দা(মজিদ আলী তালুকদার বাড়ী) ০১নং ওয়ার্ডের
মৃত এজলাস মিয়ার ছেলে।
পটিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) যুযুৎসা যশ চাকমা জানান,কোলাগাঁও ইউনিয়ন শ্রমিক লীগের সদস্য সফিউল বশর কে গ্রেফতার করা হয়। তাকে পটিয়া থানার ৩৪(১০)২৪ মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।