চট্টগ্রামের সাতকানিয়ায় মাহমুদুল হক প্রকাশ কালা মাদু (৫৬) নামে এক আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার চরতী ইউনিয়নের দ্বীপ চরতী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাহমুদুল হক প্রকাশ কালা মাদু একই এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, ২০০২ সালে মাহমুদুল হক প্রকাশ কালা মাদুর বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়। পরবর্তীতে ২০২৫ সালের অক্টোবর মাসে ওই মামলায় চট্টগ্রাম অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত তাকে আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।
পরবর্তীতে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দ্বীপ চরতী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা বলেন, ‘আদালতের গ্রেপ্তারি পরোয়ানা হাতে পাওয়ার পরপরই বিশেষ অভিযান চালিয়ে মাহমুদুল হক প্রকাশ কালা মাদুকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) তাকে আদালতে সোপর্দ করা হবে।’