লামায় নদীর তীর সংরক্ষণে ইউএনও’র কড়া অভিযান,দিয়েছেন ২দিনের আল্টিমেটামও

 

 

ওসমান গনি,  বিশেষ প্রতিনিধি 

বান্দরবানের লামা উপজেলার মেরাখোলা এলাকায় নদীর তীর হতে ৫০ ফুট জায়গা ফাঁকা না রেখে তামাক চাষ করায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১ জানুয়ারী) লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে দেখা যায়—নদীর চর ও তীরবর্তী এলাকায় কৃষকরা তামাকের চারা রোপণ করেছেন, যা পরিবেশ ও নদী তীর সংরক্ষণ নীতিমালার পরিপন্থী।

 

এ সময় ইউএনও কৃষকদের সাথে কথা বলে বিষয়টি অবহিত করেন এবং সরকারি নির্দেশনা অনুযায়ী নদীর তীর হতে ন্যূনতম ৫০ ফুট জায়গা ফাঁকা রাখার নির্দেশ দেন।

 

তামাক চাষীরা সময়ের অনুরোধ জানালে উপজেলা প্রশাসন মানবিক বিবেচনায় দুই দিনের সময় প্রদান করেন। নির্ধারিত সময় শেষে নির্দেশনা না মানলে পুনরায় অভিযান পরিচালনা করা হবে বলে জানানো হয়। পাশাপাশি এই অভিযান সমগ্র লামা উপজেলায় ধারাবাহিকভাবে চলবে বলেও জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।

 

অভিযানের সময় উপস্থিত ছিলেন—লামা উপজেলা কৃষি কর্মকর্তা (অ.দা.) মাসুদ রানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, লামা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং লামা থানা পুলিশের একটি টিম।
নদীর তীর ও পরিবেশ সুরক্ষায় এ উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন।

মন্তব্য করুন

Your email address will not be published.