পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের পটিয়ায় পুলিশের অভিযানে সিএনজি চুরি মামলার চোরাইকৃত সিএনজিসহ ১ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) গভীর রাতে বাঁশখালী উপজেলা এলাকায় অভিযান চালিয়ে মামলার তদন্তে প্রাপ্ত আসামী মোঃ আলী(২৯)কে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত হতে মামলার ঘটনায় চোরাই যাওয়া একটি সিএনজি অটোরিক্স, যাহার রেজিঃ নং-চট্টগ্রাম-থ-১৪-১৯৭৬, মূল্য অনুমান-২,৬৫,০০০(দুই লক্ষ পঁয়ষট্টি হাজার) টাকা উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করেন। এর আগে সকাল অনুমান ১১:৫০ ঘটিকা হতে ১২:৪০ ঘটিকার মধ্যে পটিয়া পৌরসভা ০২নং ওয়ার্ড মুন্সেফ বাজারের পিছনে রাস্তার উপর থেকে অজ্ঞাতনামা চোর কর্তৃক সিএনজি অটোরিক্সটি চুরির ঘটনা ঘটে।
উক্ত বিষয়ে পটিয়া থানায় একটি মামলা দায়ের হয়।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জিয়াউল হক জানান,পটিয়া থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে চোরাইকৃত সিএনজিসহ আসামী মো: আলীকে গ্রেফতার করা হয়। তাকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।