অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রির অভিযোগ,এবার গুদামঘরেও গেলেন ম্যাজিস্ট্রেট

বান্দরবান সদরের ভ্রাম্যমাণ অভিযান-

ওসমান গণি, বিশেষ প্রতিনিধি। 

বান্দরবানে গত কয়েকদিন ধরে রান্নার গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট দেখা দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। জেলা সদরের বিভিন্ন খুচরা বিক্রয় কেন্দ্রে গ্যাস সিলিন্ডার না পেয়ে অনেক ক্রেতাকে ফিরে যেতে হচ্ছে খালি হাতে। এ সুযোগে কিছু ব্যবসায়ী সরকার নির্ধারিত মূল্য অমান্য করে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করছে—এমন অভিযোগ উঠে এসেছে।

অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে বান্দরবান সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো. আরমান ভূইয়ার নেতৃত্বে এ অভিযানে বিভিন্ন দোকান ও গুদাম তল্লাশি করা হয়। অভিযান চলাকালে বান্দরবান সদর শিক্ষাকেন্দ্র সংলগ্ন নুর জাহান স্টোরের গুদামে অবৈধভাবে মজুত রাখা ১৬টি রান্নার গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি ও মজুত রাখার প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিক মোস্তাফিজুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সঙ্গে উদ্ধারকৃত গ্যাস সিলিন্ডারগুলো সরকারি নির্ধারিত দামে সাধারণ ভোক্তাদের কাছে বিক্রির নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো. আরমান ভূইয়া বলেন, জনস্বার্থ রক্ষায় বাজারে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।

কেউ ভোক্তা অধিকার লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে স্থানীয় বাসিন্দারা দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা এবং কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

Your email address will not be published.