নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দিতে দক্ষিণ চট্টগ্রামের ৬টি সংসদীয় আসন থেকে দেশ ও দেশের বাইরে মিলিয়ে নিবন্ধন করেছেন ৩৮ হাজার ৩৭৩ জন ভোটার। গত ১৯ নভেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ৪৭ দিনের কার্যক্রমে এসব ভোটার তাদের নিবন্ধন সম্পন্ন করেন।
সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া আংশিক) আসনে, ১৪ হাজার ৩০১ জন। সবচেয়ে কম ভোটার নিবন্ধন হয়েছে চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয় আসনে, ৩ হাজার ২০১ জন। প্রবাসী ভোটারদের নিবন্ধন সংক্রান্ত ‘ওসিভি এসডিআই’ প্রকল্প সূত্রে এসব তথ্য জানা গেছে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, প্রথমবারের মতো ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধন কার্যক্রম শুরু হয় ১৯ নভেম্বর। তফসিল ঘোষণার পর দেশে থাকা ভোটারদের নিবন্ধনও শুরু হয়। ৫ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত নিবন্ধন গ্রহণ করা হয়।
নিবন্ধিত ভোটাররা ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর নিজ নিজ আসনের পছন্দের প্রার্থীকে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। পরদিন থেকেই ভোট দেওয়া ব্যালট ডাকযোগে ফেরত পাঠানো যাবে।
ডিজিটাল প্ল্যাটফর্মে আসনভিত্তিক প্রার্থীর তালিকা, নাম ও প্রতীক দেখে ব্যালট পেপারে ‘টিক’ চিহ্ন দিয়ে ভোট দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যালট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছাতে হবে। ১২ ফেব্রুয়ারির আগে ব্যালট না পৌঁছালে ওই ভোট গণনায় ধরা হবে না।
ইসি কর্মকর্তারা জানান, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি দেশের ভেতরে তিন শ্রেণির ভোটার নিবন্ধন করেছেন। তারা হলেন– নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে (কারাগারে) থাকা ভোটার।
দক্ষিণ চট্টগ্রামের আসনভিত্তিক হিসাবে দেখা যায়, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী ও চট্টগ্রাম সিটি করপোরেশনের একাংশ) আসনে ৫ হাজার ৬০৫ জন, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে ৩ হাজার ২১৯ জন, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া একাংশ) আসনে ৫ হাজার ২৮৪ জন এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ৬ হাজার ৭৬৩ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন।
ইসি প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নিবন্ধিত ভোটারদের ঠিকানায় দুটি ব্যালট পেপার পাঠানো হচ্ছে– একটি জাতীয় সংসদ নির্বাচন ও অন্যটি গণভোটের জন্য। সময়মতো ভোট প্রদান ও ডাকযোগে ব্যালট ফেরত নিশ্চিত করতে ভোটারদের বারবার নির্দেশনা দেওয়া হচ্ছে।
এদিকে দক্ষিণ চট্টগ্রামের ৬টি সংসদীয় আসনের মধ্যে পোস্টাল ব্যালটে ভোটার নিবন্ধনে শীর্ষে অবস্থান করা চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনটি সারাদেশের মধ্যে পোস্টাল ব্যালটে ভোটার নিবন্ধনে দ্বিতীয় স্থানে আছে। ভোটের দিন প্যানেলভুক্ত হয়ে কর্মরত থাকবেন দক্ষিণ চট্টগ্রামের ৬টি সংসদীয় আসনে সরকারি চাকরিজীবী, নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত, আনসার ও ভিডিপি, কারাবন্দী– এমন ভোটার পোস্টাল ব্যালটে নিবন্ধন করেছেন।