সাতকানিয়ায় চুরির সাজা ও মাদক মামলার আসামি গ্রেফতার

 

সাতকানিয়া প্রতিনিধি :

চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে চুরি মামলার সাজাপ্রাপ্ত, পরোয়ানাভুক্ত ও মাদক মামলার আসামিসহ সর্বমোট ৫ জন আসামিকে গ্রেপ্তার করেন।

সাতকানিয়া থানা সূত্রে জানা যায়, আসমিরা হল উপজেলার খাগরিয়া ইউনিয়নের চর খাগরিয়া এলাকার মৃত ইসমাইল এর ছেলে আবদুল মান্নান, পরোয়ানাভুক্ত আসামি পৌরসভার গোয়াজর পাড়া এলাকার জানে আলেম মাস্টারের ছেলে মাঈনুুদ্দিন মুহাম্মদ জাহেদুল ইসলাম, ছদাহা বিল্লাহ্ পাড়া এলাকার জামাল হোসেনের ছেলে মোরশেদুল আলম এবং ইয়াবা মামলার আসামি কামাল হোসেন ও জসিম উদ্দিন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারের পর কঠোর পুলিশ পাহাড়ার মাধ্যমে চট্টগ্রামের আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.